চল না আজ হারিয়ে যাই,
স্বপ্নে রং মিললো তাই,
নেনা আয় সব কথা বুঝে।
কাটে না আর যে দিন,
দুই চোখে সব রঙিন,
তাই তো নিলাম তোকে খুঁজে।
অচেনা পথ পেরিয়ে পাওয়া,
আর চোখে চোখে হারিয়ে যাওয়া,
আসবি বল
বল না তুই কি ভেবে,
থমকে গিয়েছিলি তবে,
হারালাম সব আমিও ভাবছি তাই।
আর কিছুতে থামবো না,
কোনো বাধা মানবো না
বারে বারে মনকে বোঝাই।
প্রেমসাগরে নেই তো ভয়,
ফিরে পাবিনা এ সময়,
জলকে চল ......