একটা নদী

একটা নদী, আজও যে তোর নামে-

 শব্দহীন বয়ে যায় তোর দেশে।

 তাকে ভরে রেখে ভোরবেলাকার খামে,

 সূর্যমুখী উঠবে দুলে হেসে।

 এভাবেই গল্প হোক,

 আজও এভাবেই গল্প হোক।

 

তার কথা আর শুনলো কে বল কবে,

 রাতের জ্যোৎস্না বড়ো যেন একপেশে।

 তার কথা যে বলবে অনুভবে,

 তাকেই কাছে ডাকি ভালোবেসে।

 এভাবেই গল্প হোক......... 

আজও এভাবেই গল্প হোক।

 

এখন যদি দিনের অবকাশে,

 সাগর মোহনাতে নদী মেশে,

 ও নদী তুই জলকে রোক,

 আজও এভাবেই গল্প হোক।