অভিমানী

আমার দুঃখ রাত,

 স্বপ্নে সাজিয়ে তোকে,

 ভুলে গেছে এক লহমায়।

 আমি স্মৃতির গাছে,

 ডালে ডালে বয়ে গেছি,

 ভেসে থেকে মাঝদরিয়ায়।

 

এমন চাঁদনী রাত,

 সুখে তো চায়না তোকে,

 রুপোলি রাগে নিরলস।

 আমার আলোর ভোর,

 পেছনে ফেলে রেখে,

 মুছেছে তোর পরশ।

 

আমার হারানো সুর,

 বাতাস ভাসিয়ে এনে,

 দোলা দেয় চন্দ্রচূড়ায়।

 আবার নতুন দিন,

 নবীন সূর্যোদয়ে,

 আলোকবর্ণমালায়।

 

বাতাসে খাচ্ছে দোলা,

 রুপোলি কাশের সারি,

 ঝলমলে শরতের রোদে।

 কৃষকের চাষজমি,

 আর নয় অনাবাদী,

 ফসলে পুরোনো ঋণ শোধে।

 

যখন নীলাকাশে,

 গোধূলি আসছে নেমে,

 রাখাল যাচ্ছে ফিরে গোঠে।

 শারদীয়া রাজপাটে,

 থেমে গিয়ে মহামারী,

 জীবনের কলতান ওঠে।

 

সারাদিন পথে পথে,

 পালাগান শেষ করে,

 চারণকবিরা ফেরে ঘরে।

 আসিসনি ফিরে তুই,

 তবু কে আমায় খুঁজে,

 সাঁঝবাতি জ্বেলে গেছে দোরে।