সূর্য্যমুখীর বাদামী কুঁড়ি,
তোর ঘরে গেছি রেখে।
এবার তবে চাইবো বিদায়,
তোরই বাগান থেকে।
সূর্যের আলো রং নিয়ে মেখে,
খেলে বিদ্যুৎ আলগা চিবুকে,
হালকা জরির ফিতে উঁকি মারে,
তোর এলোচুল থেকে।
ডেকে ডেকে সারা পেলাম না আর,
আমার উঠোন থেকে।
তোর নাম করে দিয়েছি উড়িয়ে
এক তালু ভরা জুঁই।
একবার এসে বলে যাস শুধু,
কেমন আছিস তুই।
আমার শখের নৌকাবিহারে,
তোর সুখে গড়া নতুন শহরে,
আহলাদী ফুল,
দুলছে দোদুল,
তোর রাঙা ইশারাতে।
সূর্যমুখীর ফুল হয়ে তুই,
আসিস আমার ছাতে।