দেখা হবে

কোনদিন মেঘ হয়ে,

 ছেয়েছিলি আমার আকাশ।

 বর্ষার জল হয়ে,

 ভিজিয়ে আমার আশপাশ।

 কতগুলো দিন বল,

 কেটে গেছে কতগুলো দিন।

 গিয়েছিস সরে সরে,

 চোখে লাগিয়েছি দূরবীন।

 

বুক ধুকপুক করে,

 লুকিয়ে দেখেছি চোখ চেয়ে।

 অফুরান উদ্যমে,

 গিয়েছিস কিভাবে এগিয়ে।

 তোর যাওয়ার পথে,

 হয়নিতো তোকে চাওয়া।

 তোর খবর এসে,

 দিয়ে গেছে ঝোড়ো হাওয়া।

 

আমি ভেজা রোদ্দুরে,

 রয়ে গেছি আলোর কাছে।

 যদি না দেখতে পাই,

 তুই এসে ফিরে যাস পাছে।

 কখনো আবার জানি,

 তোর সাথে হবেই দেখা।

 সেদিন শুনিয়ে দেব,

 আমার যত আছে লেখা।