শেষমেশ

যে কথা আমি জানতে পেরেছি শেষে,

 এসেছিলি তুই কখনো আমার দেশে।

 আমার পাখি তোর সুরে গান গায়,

 উদাসী ভোর তোর কাছে ছুটি চায়।

 

আমি দিনশেষে শুধোবো রাতের কাছে,

 আমার আকাশে তার,

 আর কটা তারা আছে।

 যদি দিন নেবে ঋণ-এ,

 রাতের স্বপ্ন কিনে,

 আমাকে তো কেউ আর,

 চাইবেনা রাখতে চিনে।

 

তবুও আমার কিনারায় তুই এলে,

 সাজানো ভাষায় আমার খবর পেলে,

 করে নিস তোর নিজের মাপে জরিপ,

 জ্বলেনি যেখানে এখনো আমার দীপ।

 কোনোদিন যদি আলো নিয়ে তুই আসিস,

 আমার বর্ণমালায় জ্বেলে ভাসিস।