ফেলে আসা দিনগুলো

ফেলে আসা দিনগুলো,

 কখনো কি পড়বে মনে।

 চিবুক ছড়ানো হাসি,

 রেখে গেছে যত ব্যাকুলতা।

 আমায় গেছিস ঢেকে,

 মুক্ত বাঁধানো অভিমানে।

 আমার গভীর ঘুমে,

 দাগ রেখে গেছে তোর ব্যথা।

 

তখনও ফোটেনি জুই,

 আঁধার আসেনি ঘনিয়ে।

 আমার অনুরাগ,

 খুঁজেছে তোকে গোধূলিতে।

 প্রতিদিন তোর কথা,

 চাঁদকে গিয়েছি জানিয়ে।

 জ্যোৎস্না আলোয় ভেসে,

 হারিয়েছি একা তোর শীতে।