মাম্মা

বলবিনা তুই তোর কথা কোনোদিন,

 একা একাই রয়ে গেলি চুপচাপ।

 সবুজের বনে চলা ছায়াপথ ধরে,

 ডালে পাতায় গাছেরা জাল বোনে,

 তার ফাঁকে তোর স্বপ্ন নিরুত্তাপ।

 মাম্মা ও মাম্মা বলনা কেমন আছিস তুই।

 

ইচ্ছেগুলো রয়েছে চায়ের কাপে,

 দলা পাকা ধোঁয়া উড়ে যায় সারি সারি,

 চেনা মুখ ভাসা ভিড় করে আসা স্মৃতি,

 ওঠানামা করে শূন্যে আঁকে ছবি,

 মাথা উঁচু করে দুচোখের পাতা ভারী।

 মাম্মা তারা জানে তাদের এখনো খুঁজিস তুই।

 

জিজ্ঞাসা উঁকি মারে,

 মনের জানলা দিয়ে,

 মাকে কেন বলিসনা কখনো কিছু।

 ঝিঁঝির ডাকে রহস্যময় নিস্তব্ধ রাতে,

 ঘাবড়ে গেছিস তুই।

 মা সব বুঝতে পারে,

 তার দৃষ্টি ছাড়েনি তোর পিছু।

 মাম্মা মা জানে ............

তার চোখে ধরা পড়ে যাবি তুই।