শুকপাখি

শুকপাখি বুলবুলি,

 বলে তোর কথাকলি 

রাত বয়ে হয়ে এলো ভোর-

 এখনো কাটেনি ঘুমঘোর।

 আমি তোর ঠিকানাতে,

 পাঠিয়েছি ফুল তাতে,

 একটা গোলাপ আছে লাল।

 আজ হোক নতুন সকাল।

 

ফুলবাগে ওড়ে অলি,

 তোর শহরে যে হোলি, 

তোর নাম গেছে ভেসে -

ধোঁয়াশার সাথে মিশে।

 একটা কুসুম নিয়ে,

 আমার হৃদয় দিয়ে,

 ছড়িয়েছি সুবাস কে তার -

তোর কথা বলনা এবার।

 একবার যদি বলি,

 আমার হারানো তুলি,

 ফাগ রঙে সেজে গেছে সং-

 তোর চোখে এঁকে দিক রং।