হারানো দিন

চিনতে তোমায় পারিনি ঠিক,

 এতো বছর পরে।

 দেখা যখন হলো আবার,

 চাঁদের দেশের মোড়ে।

 আলোকপথের দৃষ্টির ঘোর,

 পড়লো তোমার মুখের ওপর,

 আলতো ভাসা চোখের পাতা নেমেছে পলকে।

 সূক্ষ বলিরেখার ভাঁজে,

 গিয়েছে বেঁকে।

 

চাহনিটাই চিনিয়ে তোমায়,

 দিলো আমার চোখে।

 কতকিছু বদলে গেছে,

 ঢাল খাওয়া ওই মুখে।

 আমার প্রাণের তপ্ত সীসে আলোকঝর্ণাধারায় মিশে,

 গলানো প্রেম দিচ্ছে ঢেলে,

 তরল স্মৃতির বুকে।

 রয়ে গেছো তুমি মুক্তধারায়,

 আমার পাড়ায় সুখে।