কাল সারা রাত ভোর,
কেটে গিয়ে ঘুমঘোর,
একা বসে কত কথা ভেবেছি।
ভেসে যাওয়া কথাকলি,
এলো হাসি চুলবুলি,
বেহালার তারে সুর কেটেছি।
তাইতো তোকেই চাই।
দুধে কালাকাঁদ,
চন্দ্রিমা চাঁদ,
পুড়ে হয়ে গেছে ছাই।
কেটে যাওয়া ঘুড়ি,
হাতলগা ছুড়ি,
বাঁশি বাজায় কানাই।
বুকে এতো জ্বালা,
কেন বল কালা,
ফিরিবার পথ নাই।
রূপের আগুনে,
মেতেছে ফাগুন,
ফাগে রেঙে যাক রাই।