আমার মেয়ে

যেতে হবে দেশ ছেড়ে,

 কাজ নিয়ে বহুদূরে,

 থেকে যাবে মা'র কাছে,

 ছোট্ট মেয়ে।

 

"চলে যদি আজ যাবে,

 আবার আসবে কবে,

 আমার যাবার পথে,

 রইবে চেয়ে।

 

স্বান্তনা দিই মিছে,

 ফিরে ফিরে চাই পিছে,

 বাড়াইনা আর আলাপন।

 মনে খেদ যায় রয়ে,

 কাজেকর্মে দিন বয়ে যায়

 আমার মানে না তো মন!

 

অন্য শহরে এসে,

 এভাবেই কাজ শেষে,

 ঘরেতে ফেরার আসে ডাক।

 ট্রেন থেকে নেমে রাতে,

 বাজার পেরিয়ে পথে,

 মোড় থেকে বাম দিকে বাঁক।

 

পেরিয়ে পুকুরপাড়,

 দেখি সে দাঁড়িয়ে তার,

 মার খুঁট ধরে একপাশে।

 ছুটে এসে ধরে হাত,

 বলে করে ঘাড় কাত,

 

"লুকিয়ে ছিলে না? অন্যদেশে!"