যদি একমুঠো ভরা ফুল,
বাড়িয়ে দিই তোর দিকে,
তুই কি সামনে হাত বাড়াবি।
যদি একগাল হাসি,
প্রেম নেশাতে ধরাই তোর,
তুই কি পলকে চোখ চাইবি।
না বলা কথার কলি,
জমেছে যে মধু হয়ে।
আমাতে ছায়ার মতো,
গিয়েছিস যেন রয়ে।
যদি আমার রঙিন দিশা,
গিয়ে পড়ে তোর মুখে,
তুই কি আবেশে প্রাণে বইবি।
যদি একমুঠো ভরা ফুল,
বাড়িয়ে দিই তোর দিকে,
তুই কি সামনে হাত বাড়াবি।
যদি একগাল হাসি,
প্রেম নেশাতে ধরাই তোর,
তুই কি পলকে চোখ চাইবি।
গলা বোজা অভিমান,
কি কথার রেশ দিয়ে।
বিদায়ের ডালিখানি,
এসেছিস ভরে নিয়ে।
হারানো সে স্বরলিপি,
পাসনিতো খুঁজে আর,
সোহাগে আদরে গান গাইবি।
যদি একগাল হাসি,
প্রেম নেশাতে ধরাই তোর,
তুই কি পলকে চোখ চাইবি।