মণিহারা

আঁধার কেবল তোরই ঠিকানা,

 খোঁজে যে রোজ রাতে।

 বলবো তাকে কেমন করে,

 তুই নেই আর সাথে।

 মিটমিটিয়ে শুকতারা চায়,

 হওয়ার ঝোকা তোর কথা বয়,

 কোয়েলের শীষ,

 মিশিয়েছে বিষ,

 বিরহের পেয়ালাতে।

 তেরছা ডানার রাত্রির চিল,

 উড়ে চলে ঘুরপথে।

 

যদি বলি তুই আমার মাটিতে,

 একবার আয় নেমে।

 উল্টে গিয়েছে আমার আকাশ,

 পৃথিবী যায়নি থেমে।

 তোকে দিশা করে নেশায় মাতে,

 চন্দ্রিমা চাঁদ আবছায়া তাতে,

 জ্যোৎস্নায় মাখা,

 হাসি তোর বাঁকা,

 স্বপ্ন এঁকেছে ঘুমে।

 অশ্রুতে ভেজা স্মৃতির সরণী,

 বিদায়ের মরসুমে।