বনলতা

বাতাস আমার মতো,

 বয়ে চলে অবিরত,

 হারানো পথের খোঁজ চায় নি।

 রামধনু রং দেখে,

 গোধূলি এসেছে মেখে,

 খুঁজে খুঁজে তোর সাড়া পাই নি।

 

তোকে চাঁদের লগন দিয়ে 

বাঁধবার সাধ।

 মিটলোনা ক্ষমাহীন 

সেই অপরাধ।

 

সাগর আমার মতো লুকিয়ে বুকের ক্ষত,

 হাসির ছলেতে কথা কয় নি।

 জোয়ারের ঢেউ মিশে,

 ফেনিল প্রেমের বিষে,

 মাখানো আদরে ভেজা হয় নি।

 

রাত্রি ভাসিয়ে আনে ফুরিয়ে দিনের কোটা।

 আকাশে ঘুড়ির মতো সুতো ধরে বেড়ে ওঠা।