সূর্যস্নাতা

একমুঠো রোদ্দুর,

 ছুঁড়ে দিয়ে যদি বলি-

 তুই কি বাসবি ভালো আমাকে।

 সাত সমুদ্দুর,

 পেরিয়ে অন্য গ্রহে -

 দুজনে আসবো ছুটে দুপাকে।

 

সফেন কাশের সারি,

 তোর নামে দিয়ে আড়ি,

 ভরা নদী আরপথে,

 বয়ে যায় কুল।

 সাজানো ফুলের বাগে,

 ফাগুনের ছোঁয়া লেগে,

 কুঁড়ি থেকে পাপড়ি,

 জেগে খায় দোল।

 

হারানো কথার কলি,

 খুঁজে পেয়ে বুলবুলি 

'পিয়া' বলে যায় দিয়ে ডাক।

 তোর দোরে গিয়ে মন,

 3 রয়েছি যে আড়ি পেতে,

 দরজা একটু করে ফাঁক।