বন্ধু

উৎসবে, ব্যাসনে চৈব 

দুর্ভিক্ষে, রাষ্ট্রবিপ্লবে। 

রাজদ্বারে, শ্মশানে চ 

যস্তিষ্ঠতি সা বান্ধব।

 

স্বর্ণালী আকাশ ঘিরে, 

দেখো রূপের আলোকচ্ছটা। 

কে চায় তোমায় ফিরে 

অক্লান্ত কার ছোটা। 

কে তোমার হারানো দিন, 

তুমি কার মনের ব্যথা।

কে তোমার পরশমানিক, 

তুমি কার মুখের কথা।

 

উৎসবে, ব্যসনে চৈব..........

 

যে পথ গেছে শূন্যে, 

দূর আকাশপারে। 

আসবে ফিরে এই আশায়,

বসে তোমার দ্বারে। 

তোমার হাতে আমার চোখের, 

জল পুঁছিয়ে দিয়ো। 

হারাতে চাই তোমার কাছে, 

আমায় খুঁজে নিও।

উৎসবে, ব্যসনে চৈব.........