সময় বড়োই ব্যস্ত

সারাদিন এক নৃশংস ব্যস্ততায় মন যখন হাঁপিয়ে ওঠে,
চায় সে খোলা বাতাসে জোরে জোরে শ্বাস নিতে -
জর্জরিত কর্মক্ষেত্র, না অস্বীকার করা কিছু দায়িত্ত্ব যখন আমাদের আষ্টেপিষ্টে বেঁধে ফেলে.....
হৃদয় চায় মুক্ত হতে - চায় ঝাঁপিয়ে পড়তে এক অজানা ভবিষ্যতে।
অর্থহীন কিছু বাক্য, অসহনীয় কিছু অনুভব, যখন চোখের জলের বাঁধন ছিঁড়ে দেয়,
আত্মা চায় তখন নির্বিকার হয়ে ওই দূরে পাখিগুলোর সাথে উড়তে।
অতৃপ্ত মন, গোপন প্রেম আর সীমাহীন মায়া যখন মন কে বিক্ষিপ্ত করে....
সাতরঙা রামধনু যখন কালো মেঘে আচ্ছাদিত......
তখন প্রাণ চায় ----- আকাশ ------ সাদা আকাশ….....
দুরন্ত স্রোতের সাথে পাল্লা দিয়ে জীবন চালানোই তো জীবন।
মানুষকে বোঝার সময় আজ কোথায়?
মন তো শুধু " চল চল" রব --- অর্থ আর ব্যস্ততায় ভরা।
ঝরে যাওয়া কিছু পাতা যেন অবজ্ঞায় হলদে হয়ে গেছে।
ফিরেও চায় না তাতে, ধুলো লেগে যায় পাছে।
মন চায় ফিরে যাই সেই অতীতে,
গুন গুন করে সাগর পাড়ে, পায়ে পায়ে চলতে - " সাগর কিনারে দিল ইয়ে পুকারে, তু যো নেহি তো মেরা  কই নেহি হ্যায়।"
হয় না সময় , ব্যস্ত যে আমরা সবাই।