ফিরে যদি পাই

অঝোর ধারায়  ভিজে যাওয়া রাস্তা দিয়ে হেঁটে যেতে গিয়ে দেখলাম সেদিন তোমায়!!!!!!
চশমা টা ঝাপসা তবু তোমায় চিনতে ভুল করি কি  করে.......
মাঝে ৩০ টা বছর কেটে গেছে, 
চুলের পক্বতা তবু, মন চিনে নেবার শক্তি কাড়তে পারেনি।
নিজেকে সামলে নিয়ে পিছনে গিয়ে দাড়াতেই তুমি পিছনে ফিরে খুব সহজে জিজ্ঞাসা করলে - সেই হালকা রঙের শাড়ি কেন পড়েছি? 
পছন্দ করতে না.....
কত  অনায়াসে , এত বছর পরও......... যেন রোজকার আড্ডায় অভ্যস্ত।
আমি অবাক।।।।
আমি বাকরুদ্ধ......
তুমি বললে - নাকের ওপর থেকে চশমা টা ওঠাও মীনু, বড্ড বেমানান সেদিনও আর আজও।।।।
পাঞ্জাবির পকেট এ হাত ঢুকিয়ে কি যেন খুঁজলে তুমি,
তারপর অকপটে সেই ছোট্ট মরচে পড়া মাথার ক্লিপটা বার করে বললে...... চিনতে পারছ?
ভাষাহীন হলে অশ্রু মনের ভাবনা প্রকাশ করে....সেদিন বেশি করে বুঝলাম,
ছল ছলে চোখ দুটো লুকোতে গিয়ে তা আমার দু গাল বেয়ে ঝরে পড়লো,
ইস্, আবার কেন নিজেকে দুর্বল করা, 
৩০ টা বছর সেকি কম নাকি?
জানলাম, তুমি একাই, দার্জিলিং এর রেলিং ধরে দাঁড়িয়ে থেকে এখনও অপেক্ষায়, যদি দেখা হয়.....
সেদিন একটা কথাও বলতে পারনি .....এই একই ভাবে তোমার চোখ দুটো ছল ছল করছিল, শুনেছিলাম বলেছিলে .......
দার্জিলিং ছেড়ে দেব.....
আজ আবার এখানেই দেখা....
নিয়তির এ কি পরিহাস......
আজও তুমি একা, বললে ছাড়তে পারনি দার্জিলিং, ফিরে পাবার আশায়......
"ভালোবাসা" এখনও??? এত ভালবাসো আমায়? আজও? 
বললে - 
সিঁদুর, শাঁখা তো বাহ্যিক অলঙ্কার মাত্র।।।।।
মনের অলঙ্কার যে শুধু মন.....
কোনো রূপের প্রয়োজন নেই তাতে।।।।।
সেই মন তোমায় দিয়ে ফেলা মীনু, ওতে যে অন্য রূপ বসে না............