আজ আবার তোমার সাথে হাত ধরে হেঁটে যেতে চাই
দূরে --------- বহু দূরে ---------
আজ আবার সমুদ্রের পাড়ে, পা ভিজিয়ে হাঁটতে চাই, একসাথে........
সূর্যোদয় ও সূর্যাস্ত সাথে.....
আর সেই ঘন বনের শুকনো পাতার কড়মড়ে আওয়াজ শুনতে শুনতে-----------
পাহাড়ি সরু রাস্তাটার গা ঘেঁসে হেঁটে যাওয়া,
আর রুপোলি কনকনে ঝর্নার জলে তৃষ্ণা মেটানোর সে কি সুখ!!!
হারিয়ে যায় সময়........
সবুজ ঘাস কার্পেটে শুয়ে আকাশ দেখা,
আর চাঁদনী রাতে নিজেকে তোমার আলোয় আচ্ছাদন করা ..........
বৃষ্টি হয়ে ঝরে পড়তে তুমি
মুক্ত আকাশ হতে........
মাটি হয়ে শুষে নিতাম আমি, নিরব নিশ্বাসে------------
পৃথিবী থমকে যেত রামধনু দেখে
সে তো তোমার আর আমারই ছবি ছিল আঁকা,
আকাশে বাতাসে কি মধুর সুবাসে ভরা......
রোমাঞ্চের শিহরণ ------ পরম তৃপ্তিতে ভরা দুটি চোখ ....
আজও চাই, সেই দিন, সেই রোমাঞ্চিত মন....
ফিরে চাই বারে বারে সেই সন্ধিক্ষণ।।।
