দেখেছি ভারতবর্ষের মাটিতে
কিছু জায়গা জুড়ে এক নম্র ঝোপ
যেন কবিতার অফ্ কোটেও লাইন।
নদী আগলে রেখেছে
লবণ হ্রদ চারপাশে
স্রোত আছে
ঘোলা জলের ঘুর্ণি দমকা হাওয়া
অল্প কিছু লবণাক্ত ফসল
বুনো গন্ধে ভাস্বর বিদ্যাধরী মাতলা।
রয়েল বেঙ্গল টাইগার
হরিণ, বানর, মাছ, কাঁকড়া
আরও সব সুদীর্ঘ দিনের অধিবাসী
বিচ্ছিরিভাবে থাকে।